Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

আধুনিক নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার যুগোপযোগী শিক্ষা ও সেবার মান উন্নয়নে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও  পরিবার কল্যান মন্ত্রনালয়ে বাস্তবায়নে মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নাসিম, এমপি ,স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়, পাবনা নার্সিং ইনষ্টিটিউটকে নার্সিং কলেজে উন্নীতকরণ প্রকল্পের প্রশাসনিক ও হোষ্টেল ভবনের ভিত্তি স্থাপন করেন ২০ ডিসেম্বর ২০১৪ খ্রিষ্টাব্দ (০৬ পৌষ ১৪২১ বঙ্গাব্দ) । গত ১৮ নভেম্বর ২০২০ ইং তারিখ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মাধ্যমে নবনির্মিত পাবনা নার্সিং কলেজ, পাবনা, হস্তান্তর গ্রহন করা হয় । গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় স্বাস্থ্য শিক্ষা  ও পরিবার কল্যান বিভাগ নার্সিং শিক্ষা শাখার স্বারক নং- ৫৯.০০.০০০০.১৪৩.৯৯.০০১.২১.২০৪  তারিখ: ০২ মার্চ ২০২১ ইং মোতাবেক নবনির্মিত পাবনা নার্সিং কলেজে, পাবনা ২০২০-২০২১ শিক্ষাবর্য হতে ছাত্রছাত্রী ভর্তি সহ শিক্ষা কার্যক্রম চালুকরনের প্রশাসনিক অনুমোদন প্রদান করা হয় । স্মারক নং- ৪৫.০৩.০০০০.০০২.০১.১৪০.২০.২৫৭ তারিখ ০৩/১১/২০২১ ইং অনুযায়ী সাবেক নার্সিং ইনস্টিটিউট ও পাবনা নার্সিং কলেজ একীভূত করা হয় । রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্মারক নং রামেবি/ক.প/২০১/২০২২/৬৩৫ তারিখ ০৪ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ মোতাবেক  ২০২২ – ২০২৩ শিক্ষাবর্ষে বিএসসি ইন নার্সিং বেসিক কোর্সে ৫০ (পঞ্চাশ) টি আসনে প্রাথমিক অধিভুক্তি প্রদান করা হয় । বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক ২০২২ – ২০২৩ শিক্ষাবর্ষ হইতে বিএসসি ইন নার্সিং বেসিক কোর্সে ৫০ (পঞ্চাশ) টি আসনে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেওয়া হয়েছে । পাশাপাশি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ৮০ (আশি) টি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ২৫ (পঁচিশ) টি আসনে শিক্ষা কার্যক্রম চলমান আছে । শিক্ষানগরী রাজশাহী বিভাগের পাবনা জেলা সদরে অবস্হিত নবনির্মিত পাবনা নার্সিং কলেজ পাবনা একটি অন্যতম সু্ন্দর ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান।